রয়টার্স জানায়, ২০১৩ সালে মাদক সেবন, বিবসনা মিউজিক ভিডিও এবং মঞ্চে অশ্লীল নাচের কারণে অনেক সমালোচিত হন মাইলি। চলতি বছর মাইলি নিজে কোকেইন এবং এমডিএমএ সেবনের বিষয়টি নিশ্চিত করেন।
তবে সমালোচনায়
কান দিতে চান না মাইলি। মাইলির মতে এখন তিনি আর ডিজনি গার্ল হিসেবে থাকতে চান না। বরং সেখান থেকে বের হয়ে নিজের ইচ্ছে মতো বাঁচতে চান।
নিউ ইয়র্ক টাইমসে দেয়া এক সাক্ষাৎকারে
মাইলি বলেন, “সকলে বরাবরই আমাকে ছোট হিসেবে দেখে। তবে আমি আর সেরকম থাকতে চাই না।”
‘রেকিং বল’ খ্যাত মাইলি আরও বলেন, “প্রতিটা সিনেমাতেই
একটি করে রগরগে দৃশ্য থাকে। তবে সেটা সকলেই মেনে নেয়। কারণ তাদের ধারণা সেটা চরিত্রেরই অংশ। আর আমি যা করি সেটাও আমার চরিত্রের অংশ।”
‘রেকিং বল’ মিউজিক ভিডিওর পর এবার ‘অ্যাডোর ইউ’ মিউজিক ভিডিওতেও নিজেকে আবেদনময়ী হিসেবে উপস্থাপন করার চেষ্টা করেছেন মাইলি। ডিজনি ইমেজ থেকে বের হতে পেরে দারুণ খুশি তিনি।
এই বিষয়ে মাইলি বলেন, “যখন আপনি অন্যের নিয়ন্ত্রনে
কাজ না করে স্বাধীন মতো কাজ করতে পারেন তখন নিজের মতো করে থাকতেই বেশি ভালো লাগে।”
তথ্য ও ছবিঃ
ইন্টারনেট
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন