নন্দিত মডেল-অভিনেত্রী মোনালিসা ম্যাজিক ডে ১২.১২.১২ তে আমেরিকা প্রবাসী ফাইয়াজ শরীফ ফাসবীরের সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হন। ওই সময় তিনি বলেছিলেন, তাদের এ সম্পর্ক আজীবন অটুট থাকবে। কিন্তু কথা দিয়ে কথা রাখতে পারেননি মোনালিসা। বিয়ের মাত্র ৬-৭ মাসের ব্যবধানেই তাদের সম্পর্কে ফাটল ধরে। বর্তমানে তা বিচ্ছেদে রূপ নিয়েছে। খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে তাদের ডিভোর্সের প্রক্রিয়া সম্পন্ন হবে।
মোনালিসা বর্তমানে
আমেরিকায় রয়েছেন। তাদের সম্পর্ক আর আগের মতো নেই- এ কথা স্বীকার করে সেখান থেকে
মোবাইলফোনের মাধ্যমে তিনি বলেন, "আনুষ্ঠানিকভাবে বিয়েবিচ্ছেদ সম্পন্ন করে তবেই দেশে ফিরব।"
তিনি আরো বলেন, ফাসবীরের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আমার মতের আকাশ-পাতাল
ব্যবধান রয়েছে। তাই তার সঙ্গে দাম্পত্য সম্পর্ক বজায় রাখা কোনোভাবেই সম্ভব নয়।
আমাদের ভঙ্গুর সম্পর্কের কথা অনেকেই জেনে গেছেন। তাই ডিভোর্সের বিষয়টি পুরোপুরি
নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দেশে ফিরতে চাচ্ছি না। তবে এ সংক্রান্ত ঝামেলা শেষ করে
খুব শিগগরিই দেশে ফিরব। আমি আবারো মডেলিং-অভিনয়ে নিয়মিত হতে চাই। কারণ, মিডিয়াই আমাকে তারকাখ্যাতি দিয়েছে। আমি আজীবন এ মাধ্যমে
থাকতে চাই। দর্শকের ভালোবাসা নিয়ে আগামীর পথে এগিয়ে যেতে চাই। অনেকেই মনে করছেন,
আমি নাকি মিডিয়া ছেড়ে দেব! কিন্তু এরকম কোনো
পরিকল্পনা আমি করিনি, কোনোদিন করবও না।"
বিচ্ছেদ সম্পর্কে
মোনালিসা আরো জানান, "মানুষের জীবনে
অনাকাঙ্ক্ষিতভাবে অনেককিছু ঘটে যায়। আমার ক্ষেত্রেও তাই হয়েছে। আমার জীবনে এমন দিন
আসবে, তা কল্পনাও করিনি। তবে
সবকিছু মেনে নিতে মানসিকভাবে আমি সম্পূর্ণ প্রস্তুত রয়েছি।"
মোনালিসা এই মুহূর্তে
দেশের বাইরে থাকলেও প্রতিনিয়ত প্রযোজক-পরিচালকদের সঙ্গে যোগাযোগ করছেন। সিডিউলসহ
অন্যান্য আনুষঙ্গিক বিষয়েও কথা বলছেন। গত রমজানের ঈদের পরপরই মোনালিসা আমেরিকা
যান। যাওয়ার আগে সাগর জাহানের 'সিকান্দার বক্স
এখন অনেক বড়' শিরোনামের ধারাবাহিকে
অভিনয় করে গেছেন তিনি।
ফিরে এসেও
তিনি আবার অভিনয়ের সাথেই থাকতে চান আমাদের সকলের প্রিয় মোজেজা আশরাফ মোনালিসা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন