আমরা অপি করিমকে
চিনি অভিনেত্রী হিসেবে, এখন অপিকে আমরা দেখছি শিক্ষক হিসেবে, তাই পরিবর্তন এসেছে
অপি করিমের জীবনধারায়, শুটিং ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি
অপির জীবন এখন অনেকটায় বদলে গেছে, আগের অপি করিম আর এখনকার অপি করিম বদলে গেছেন
অমূল।
এই কিছুদিন
আগের কথা মাত্র, ঘুম থেকে উঠেই ছুটতে হতো নাটকের শুটিংয়ে, এবং এরই সাথে সাথে
বিভিন্ন মিডিয়ায় যোগ দেওয়া সহ সামাজিক অনুষ্ঠানেও যোগ দিত অপি করিম, এরই সাথে ছিল
বিভিন্ন টিভি নাটকের ফরমায়েশ, শুটিং এর জন্য দেশ বিদেশ এতো ছিল নিত্ত-নৈমিত্তিক
ব্যাপার। এছাড়াও টানা শিডিউলের নাটক ও টেলিছবি মিলায়ে অপি করিম ছিলেন বেজায় ব্যাস্ত।
কিন্তু,
বর্তমানে, আমূল পরিবর্তন এসেছে অপি করিমের জীবনধারায়, শুটিংএর ঝামেলা প্রায় নেই,
জার্মানি থেকে ঘুরে আসার পর থেকে তাঁর জীবনের এই পরিবর্তনের পেছনে মূল কারণ হচ্ছে
অভিনয়ের থেকে শিক্ষকতাকে বেশি প্রাধান্য দেওয়া।
অপি বলেন, আগের
মত এখন আর শুটিং করা হয় না, সকাল বেলা উঠেই ছুটতে হয় বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে। অবশ্য
অপি মিস করেন শুটিং এর সেই দিনগুলি, এখন আর সেই শুটিং এর তাড়া নেই, শূন্যতা কাজ
করাটাই স্বাভাবিক। এ বিষয়ে অপি করিম বলেন যে, অভিনয়ের কারণে নতুন নতুন কিছু গল্প
পড়া হতো, শিক্ষকতা পেশার ব্যাস্ততাঁর কারণে এখন আর তা হয় না, বলা যায় সেই
মুহূর্তগুলো খুবি মিস করি।
তাহলে আমাদের
প্রিয় অপি করিম কি অভিনয় ছেড়ে দিলেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার ব্যাস্ততাঁর
ফাঁকে আবসরে যে সময়টুকু পাওয়া যাবে, সেই সময়টুকুতে করব অভিনয়। সত্যি বলতে কি উনি
ভারতে গিয়ে নতুন একটি বিজ্ঞাপনচিত্রের শুটিং শেষ করেছেন এবং সেই বিজ্ঞাপন প্রচারিত
হচ্ছে।
অপি বর্তমানে
আমেরিকান ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। যাইহোক, আল্প কিছু কাজ হলেও আমাদের মধ্যে নন্দিত
অভিনেত্রী হিসেবে অটুক থাকুক অপি করিম, এই আমদের চাওয়া।
তথ্য ও ছবিঃ
ইন্টারনেট
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন