কোটি দর্শকের চোখ এখন ধুম সিরিজের পরিবর্তী
ছবি ধুম-৩ তে, এ ছবির মালাং নামক একটি গানের পেছনে খরচ হয়েছে প্রায় ৫ কোটি রুপি,
যা এক কথায় প্রায় অবিশ্বাস্য। কোন গানের জন্য এতো টাকা খরচ করার দৃশ্য বলিউডে
দুর্লভ। খুব তাড়াতাড়ি এ গানটির মুক্তি দেওয়া হবে, ইতিমধ্যে ছবির টাইটেল ট্র্যাক
ধুম মাচালে মুক্তি পেয়েছে, এবং খুব তাড়াতাড়ি মালাং গানটি মুক্তির মিছিলে আছে।
গানটিতে আমির খান ও ক্যাটরিনা কাইফ এর
পাশাপাশি নেচেছেন প্রায় ২০০ জন নৃত্যশিল্পী এবং এই ২০০ জন নৃত্যশিল্পী সবাই আমেরিকান
পেশাদার শরীরচর্চাবিদ এবং এই গানটির শুটিং করা হয়েছে মুম্বাই এর জনপ্রিয় রিলায়েন্স
স্টুডিওতে। এই গানটির প্রশিক্ষণ ও শুটিং মিলায়ে মোট ২০ দিন লেগেছে দৃশ্যায়ন করতে,
এবং সবচেয়ে মজার খবর হচ্ছে এই গানটির শুটিং এর সেট তৈরি করতে লেগেছে প্রায় ২ মাস
এবং এই গানটির শুটিং এর পুরো সেট ও কস্টিউম আনা হয় আমেরিকা থেকে।
সামনের মাসে ২০ তারিখে মুক্তির কথা রয়েছে ধুম-৩র,
এই ছবিতে আমির খান ও ক্যাটরিনা কাইফ এর পাশাপাশি আরও অভিনয় করেছেন অভিষেক বচ্চন,
উদয় চোপড়া।
তথ্য ও ছবিঃ
ইন্টারনেট
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন