Popular Posts

আসিফ আজিমঃ বলিউডে আগামীর মেগাস্টার !


বাংলাদেশের ছেলে আসিফ আজিম, আরও স্পষ্ট করে বললে মেহেরপুর জেলার আমঝুপী গ্রামের লিটন (আসিফ আজিম),  খুব আনন্দময় ছিল না তার বিনোদন জগতের পথচলা, কিন্তু আজ বলিউডে অভিনয় করা তার জন্য শুধুই সময়ের ব্যাপার। সালমান খানের বিখ্যাত “বিগ বস” এ  ওয়াইল্ড কার্ড এন্ট্রির মাধ্যমে  অংশগ্রহণের করে শুধু ভারতই নয়, বরং সারা বিশ্বের নজরে আছেন এই হার্টথ্রব  রাম্পমডেল আসিফ আজিম। 

 


বিবি রাসেলের সাথে কাজ করা আসিফ আজিম, ভারতে তাঁর ক্যারিয়ার শুরু করেন ২০০২ সালে, এরপর তাঁর সাফল্যের পাল্লা ভারি হতে থাকে, ধীরে ধীরে কাজ করতে থাকে থাম্পস-আপ সহ অন্য অনেক নতুন অ্যাডে। 



পি টি আইকে দেওয়া এক সাক্ষাৎকারে আজিম বলেন যে, ১০ বছরের বেশি সময় ধরে ভারতে আছি, এর মধ্যে অনেকটা সময় শুধু ঘুরে বেড়িয়েছি, এরই কারণে চলচিত্র নিয়ে সিরিয়াস কিছু ভাবা হয়নি। এর মধ্যে বক্সিং ও ঘোড়দৌড় শিখছি, এবং হিন্দি ভাষার উপর কোর্সও করছি। 



সাল্লু ভাইয়ের সাথে কাজ করাটাই বড় প্রাপ্তি বলে মনে করেন আসিফ আজিম, কিন্তু বলিউড অভিষেকের বিষয়ে ভীষণ আশাবাদী আসিফ আজিম। ২৯ বছর বয়সী এই মডেল বলেন, এখন কোন অফার পাই নাই, কিন্তু আশা করি খুব তাড়াতাড়ি প্রস্তাব পাবো।



এখন অপেক্ষা শুধু আমঝুপী গ্রামের বিগ বস -৭ এ অংশগ্রহনকারী ছেলেটা কবে ক্যামেরার সামনে দাঁড়াবে, আর সেই ক্যামেরার আলোয় আলোকিত হবে বাংলাদেশের নাম।





অভিনন্দন আসিফ আজিম, এগিয়ে চল সামনে, তোমার পথ ধরে এগিয়ে যাবে বাংলাদেশ। 




তথ্য ও ছবিঃ ইন্টারনেট
 
 

< >

1 টি মন্তব্য:

  1. অভিনন্দন আসিফ আজিম, এগিয়ে চল সামনে, তোমার পথ ধরে এগিয়ে যাবে বাংলাদেশ।

    উত্তরমুছুন