Popular Posts

সবাইকে অবাক করে দিয়েছে বিদ্যা বালান




 বক্স অফিস কিংবা সমালোচক মহল-দুই দৃষ্টিকোণ থেকেই এ মুহূর্তে বলিউডের সবচেয়ে সফল অভিনেত্রীর নাম বিদ্যা বালানসঙ্গত কারণেই আর সব গ্ল্যামারাস অভিনেত্রীর মতোই পারিশ্রমিকের অঙ্কের দিক থেকেও তার নামটিই সবার ওপরে থাকার কথা। 

কিন্তু সবাইকে অবাক করে দিয়ে একটি বিজ্ঞাপনের পারিশ্রমিক হিসেবে বিদ্যা নিচ্ছেন মাত্র ৩০ লাখ রুপি; যা কিনা কাটরিনা কাইফ, কারিনা কাপুর, দীপিকা পাড়ুকোনদের বিজ্ঞাপনী পারিশ্রমিকের তুলনায় অনেক কম 



বিষয়টি নিয়ে একটি সূত্র জানিয়েছে
, একটি বড় জুয়েলারি ব্র্যান্ডের বিশেষ একটি প্রজেক্টের অংশ হিসেবে কোচির মালায়তুরে সম্প্রতি বিদ্যা এই বিজ্ঞাপনের শুটিংয়ে অংশ নিয়েছেন প্রথমবারের মতো কোন ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হিসেবে এই বিজ্ঞাপনে অংশ নিলেন তিনি 

 

বিদ্যা কখনও কেরালাতে না থাকলেও, এই এলাকার ঐতিহ্যবাহী দৃষ্টিকোণ থেকেই তার এই বিজ্ঞাপনটির চিত্রায়ণ করা হয়েছে তবুও, অবাক করার বিষয় হচ্ছে, বলিউডে বিদ্যার এখনকার অবস্থানের তুলনায় খুব কম পারিশ্রমিক এটা। বিদ্যা বালান মনে হয় সকলের থেকে একটু আলাদা। 

 

তথ্য ও ছবিঃ ইন্টারনেট
 

< >

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন