উদয়-নার্গিসকে বেশ
ফুরফুরে মেজাজে অবসর যাপন করতে দেখা গেছে, বলিউডের এই গোপন প্রেমিক জুটি উদয় চোপড়া
এবং নার্গিস ফাখরিকে মালদ্বীপে একত্রে ছুটি কাটাচ্ছেন।
নতুন বছরে এই জুটি নির্জন দ্বীপে কিছু ভালো সময়
অতিবাহিত করছেন। ক্যাটরিনার মতো নার্গিসও অবসর কাটাচ্ছিলেন বিকিনি পড়ে। উদয় এবং
নার্গিস কখনো তাদের সম্পর্কের কথা স্বীকার করেননি। কিন্তু তারা খোলামেলাভাবেই
টুইটারে যোগাযোগ করেন। উদয় এবং নার্গিসকে শেষবার দেখা গিয়েছিল মধ্যরাতে মুম্বাই
থিয়েটারের একটি ছবির ডেটিংয়ে। গুজব থেকে বাঁচার জন্য তারা থিয়েটার থেকে আলাদাভাবে
বিদায় নিয়েছেন।
টুইটারে উদয় চোপড়া লিখেছেন, নার্গিস তুমিতো জানো, আমরা দুজন একটি সম্পর্কের মধ্যে আছি। আর তোমার ভবিষ্যৎ ছেলের বাবা আমার
বাবার ছেলে। টুইটারের সেই লেখা দেখে অভিষেক বচ্চনও আবার মন্তব্য করেছেন, ‘গেট অ্যা রুম কিডস’। যাহোক, লেখাগুলো তাৎক্ষণিকভাবে মুছে ফেলা হয়েছিল টুইটার থেকে।
তথ্যসূত্র: দ্য
ইন্ডিয়ান এক্সপ্রেস
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন