মাহিয়া মাহিকে বেশ মিশুকে বলা যায় কারন, আলোচিত চলচ্চিত্র অভিনেত্রী মাহিয়া মাহি বলেছেন, “অপরিচিত কারোর সঙ্গে মিশলে তার সঙ্গে বন্ধুত্ব গড়তে স্রেফ পাঁচ মিনিট লাগবে আমার।” বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি জানান, “কথাটা বললে মনে হতে পারে, নিজের ঢোল নিজেই পেটাচ্ছি। তবু বলি, আমি কিন্তু খুব মিশুক।”
মাহি বলেন, “কোনো লক্ষ্য নিয়ে কোনো কাজ করব বলে সিদ্ধান্ত নিলে ওই কাজটি না করা পর্যন্ত আমি হাল ছাড়ি না।”
২০১২ সালে শাহীন সুমনের ‘ভালোবাসার রং’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে মাহির বাংলা সিনেমায় অভিষেক। ২০১৩ সালে তিনি চারটি চলচ্চিত্রে অভিনয় করেন ‘অন্যরকম ভালোবাসা’, ‘পোড়ামন’, ‘ভালোবাসা আজকাল’ এবং ‘তবুও ভালোবাসা।
মাহির পর পর তিনটি ছবি বক্স অফিস ব্লকবাস্টার হয়। আশিয়ান টিভির এক দর্শক জরিপে ২০১৩ সালের সেরা অভিনেত্রীও নির্বাচিত হন তিনি।
এ বছর ‘অগ্নি’ এবং ‘দেশা- দা লিডার’ চলচ্চিত্রে অভিনয় করবেন মাহি। আশা করা যায় এই ছবিগুলোও সাফল্যের মুখ দেখবে নিশ্চয়!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন