সিদ্দিকুর
রহমান সিদ্দিক, কাউয়া সিদ্দিক, সিদ্দিক ভাই, অনেক পরিচয় আছে তাঁর, বিভিন্ন পরিচয়ে
পরিচিত আমাদের সকলের প্রিয় সিদ্দিক ভাই। সিদ্দিকুর রহমান সিদ্দিক বর্তমানে স্ত্রী
সন্তান নিয়ে বসবাস করছেন রাজধানীর বারিধারা এলাকার এক ফ্লাটে। সিদ্দিক ভাইয়ের
স্ত্রী স্পেনে রয়েছেন বর্তমানে। ২০১২ সালের ২৪ শে মে সিদ্দিক বিয়ে করেন বাংলাদেশী বংশোদ্ভূত
স্পেনীয় নাগরিক মারিয়া মীমকে, এ বছরের ২৫ তারিখে তিনি পুত্রসন্তানের বাবা হন তিনি।
তিনি তাঁর পুত্র সন্তানের নাম রেখেছেন আলিফ।
সবচেয়ে
মজার খবর হল সিদ্দিক ভাই ও তাঁর সন্তান আলিফের জন্মদিন একই ২৫ তারিখ।
যাইহোক, শুরুর গল্প শোনা যাক,
সিদ্দিক ভাইয়ের অভিনয় জীবনের সূচনা হয়েছিল ১৯৯৯ সালে, তখন তিনি কাজ করতেন আরামবাগ
থিয়েটারে, ওই সময় তিনি বলদ ও রাজার গল্প সহ বেশ কিছু নাটকে কাজ করেছেন। তাঁর প্রথম
শোবিজের কাজ শুরু একটি চকোলেটের বিজ্ঞাপনের মাধ্যমে। বিজ্ঞাপনটি নির্মাণ করেছিলেন
তারিক আনাম খান, এরপরে তিনি কিছুদিন কাজ করেন তারিক আনাম খানের সহকারী হিসেবে।
বাংলানিউজ২৪
কে দেওয়া এক সাক্ষাৎকারে সিদ্দিক বলেন, “২০০৫ সালের দিকে পরিচালক দীপঙ্কর দীপন
প্রস্তাব দিলেন, রৌদ্র ও রোদেলার কাব্য নাটকে অভিনয় করার, এখানে আমার চরিতের নাম
ছিল কাউয়া সিদ্দিক, শুরু হল আমার ক্যামেরার সামনের জীবন”।
এরপর সাফল্য
আর সিদ্দিক যেন একই সুরে বাঁধা পড়ে গেলেন, পরে তিনি তাঁর নিজের লেখা ও ইফতেখার
ফাহমীর পরিচালনায় নাটক কবি বলেছেন নাটকে অভিনয় করেন, এই নাটকে অনবদ্য অভিনয়ের জন্য
তিনি দর্শক জনপ্রিয়তা পান, এরপর হউসফুল নাটকে অভিনয় করেন তিনি। এ নাটকে সিদ্দিক
চরত্রটি মানুষের মনে ধরে, এরপর তিনি অভিনয় করেন গ্রাজুয়েট, মাইক, বন্ধু ও ভালবাসা,
আমি নাটক বানাতে চাই, চৈতা পাগল, বরিশালের মামা ভাগ্নে, চন্দ্রবিন্দু, রেডিও চকলেট
সহ বেশকিছু জন প্রিয়তম নাটকে। অভিনয়ের
পাশাপাশি তিনি ২৭ টির বেশি নাটকের গল্প লিখেছেন, এরই মধ্যে প্রায় ২৩ টি নাটকের
গল্প নিয়ে নাটক তৈরি হয়েছেন যেগুলো প্রচারিত হয়েছে বিভিন্ন টিভি চ্যানেলে।
এরই মধ্যে সিদ্দিক
অভিনিত ও আর টিভির প্রযোজনায় এই তো ভালবাসা ছবিটা মুক্তি পেয়েছে, এই ছবিতে
সিদ্দিকের বিপরীতে ছিল নিপুণ। এবং, তিনি নিজেই নতুন ছবি গল্প লেখার উদ্যোগ
নিয়েছেন, এবং, এরই মধ্যে গল্পের কাজ প্রায় ৮০ ভাগ শেষ, ছবির নাম হবে বাংলার
সিদ্দিক।
টাঙ্গাইলের
মধুপুরে জন্ম নেওয়া দর্শক নন্দিত, জনপ্রিয়তম এই অভিনেতা যেন আরও দম ফাটানো হাসির নাটক আমাদের উপহার দেন, এই কামনা আমাদের। এগিয়ে যান সিদ্দিক ভাই।
তথ্য ও ছবিঃ
ইন্টারনেট
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন